সুনামগঞ্জ ও সিলেটের বানভাসি মানুষের পাশে জেলা চাউল-কল মালিক গ্রুপ

প্রকাশিত : জুন ২৬, ২০২২ , ৯:৫৯ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:সুনামগঞ্জ ও সিলেট এলাকার মানুষজন মানবেতর জীবন যাপন করছে। দেশের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং সহায়তা করা হচ্ছে। এমনই উদ্যোগ নিয়ে সুনামগঞ্জ ও সিলেট এলাকার বানভাসি পরিবারের পাশে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল-কল মালিক গ্রুপ। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল-কল মালিক গ্রুপ খাদ্য সহায়তা পাঠিয়েছে বলে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল-কল মালিক গ্রুপের পক্ষ থেকে এক ট্রাক চাউল পাঠানো হয়েছে এবং সেখানে নিজস্ব লোকজন দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল-কল মালিক গ্রুপ নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল-কল মালিক গ্রুপ’র সভাপতি ও জেলার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী রবিবার বিকেলে জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সুনামগঞ্জ ও সিলেট এলাকার মানুষজন মানবেতর জীবন যাপন করছে। বানভাসি মানুষের দুর্বিষহ কষ্টের কথা ভেবে এমন উদ্যোগ নিয়ে সুনামগঞ্জ ও সিলেট এলাকার বানভাসি পরিবারের পাশে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল-কল মালিক গ্রুপ। চাউল-কল মালিক গ্রুপ’র পক্ষ থেকে ১ ট্রাক চাউল পাঠানো হয়েছে, সেখানে গ্রুপের পক্ষ থেকে নিজস্ব লোক দিয়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিতরণ করার ব্যবস্থা নেয়া হয়েছে।

[wps_visitor_counter]