নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

প্রকাশিত : জুলাই ১৮, ২০২২ , ৮:০৫ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘বৃক্ষ প্রান প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ, এ প্রতিপাদ্যে’ নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পৌর ঈদগাহ মাঠে ৭ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবর রহমান। উদ্বোধন শেষে এক বিশাল র‍্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসন ও উপকূলীয় বনবিভাগ নোয়াখালীর যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমিতে নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জোতি খীসা, সহকারী বন সংরক্ষক কাজী তরিকুর রহমান, এনডিসি মাসুদুর রহমান, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জি এস আবুল কাসেম অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হাবিবিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ নাহিদ হাসান ও সার্বিক সহযোগিতায় ছিলেন সদর রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহি উদ্দিন চৌধুরী। এ সময় বেগমগঞ্জ বন কর্মকর্তা শামছুদ্দিন, সুবর্নচর বন কর্মকর্তা মোশাররফ হোসেনসহ জেলা প্রশাসন ও বন বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]