মোবারকগঞ্জ চিনিকলে আখ রোপণ মৌসুমের উদ্বোধন

প্রকাশিত : সেপ্টেম্বর ২, ২০২২ , ১০:০১ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগাম করবো আখের চাষ, সুখে থাকবো বার মাস-এই প্রত্যয় নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও ঝিনাইদহ জেলা তথা দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল লিমিটেডের ২০২২-২৩ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আখের বীজ জমিতে রোপণ করে আনুষ্ঠানিক ভাবে শুভ-উদ্বোধন করেছেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। শুক্রবার (২ সেপ্টেম্বর ২০২২) বেলা ১১ টার দিকে শিমলা রোকনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মাঠে আব্দুস সালামের জমিতে উন্নত জাতের আখের বীজ রোপণের মধ্য দিয়ে এ বছরের আখ রোপণ মৌসুমের উদ্বোধনের মাধ্যমে শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ এ সময় উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির চৌধুরী, মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার সহকারী সম্পাদক মোঃ গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,সহ-সভাপতি ফজের আলী, মোবারকগঞ্জ চিনিকলের বিভিন্ন ইউনিটে মিলের বিভাগীয় মহা-ব্যবস্থাপক,শাখা প্রধান, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। পুকুরিয়া গ্রামের প্রায় শতাধিক আখ চাষি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল আজীম আনার এমপি বলেন, বর্তমান সরকার চিনিকল গুলো টিকিয়ে রাখতে বদ্ধ পরিকর তবে এর প্রধান কাঁচামাল আখ-চাষ বৃদ্ধি করতে হবে। সরকার আখের মূল্য বৃদ্ধি করায় আখচাষীদের মাঝে আখরোপনের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে । আশা করি চলতি রোপণ মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন হবে। এমপি আনার বলেন,আখ চাষে একদিকে যেমন কোনও ঝুঁকি নেই অন্যদিকে অত্যন্ত লাভজনক।তাই সকল চাষিদের প্রতি আমার আহবান থাকবে বেশি বেশি আখা চাষ করে মোবারকগঞ্জ চিনিকল টিকিয়ে রাখতে আখ চাষিদের ভূমিকা অপরিসীম। আনার আরও বলেন, এই এলাকার জনগণ,রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ,চিনিকলের শ্রমিক,কর্মচারী, কর্মকর্তা সকলের সহযোগিতায় চিনিকলটির মাড়াই কার্যক্রম অব্যাহত আছে। আখ-চাষ বৃদ্ধি করে চিনিকলটি টিকিয়ে রাখার সকল প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করি মোবারকগঞ্জ সুগার মিলের আওতায় আখ-চাষ বৃদ্ধি করে চিনিকলটি টিকিয়ে রাখতে পারবো। বিশেষ অতিথির বক্তব্যে মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খাঁন বলেন, এ অঞ্চলের একমাত্র ভারী শিল্প মোবারকগঞ্জ সুগার মিলের কারনে এ অঞ্চল অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী। আমরা আখ-চাষ বৃদ্ধি করে চিনিকলটি টিকিয়ে রাখব।

[wps_visitor_counter]