সফল উদ্যোক্তা মাছ চাষি মাছউদুল হক

প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২২ , ৯:১৩ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে মাছ চাষে সফলতা পেয়েছেন মাছউদুল হক চৌধুরী শাহেদ। নিজের সফলতার পাশাপাশি তিনি সৃষ্টি করেছেন দুই শতাধিক মানুষের কর্মসংস্থান। আরো কর্মসংস্থান বাড়াতে তিনি স্থাপন করতে চান একটি মৎস্য খাদ্য উৎপাদন কারখানা। এ জন্য মাছউদুল হক চৌধুরী শাহেদসহ এলাকাবাসী সরকারের সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।
সরেজমিন গিয়ে জানা যায়, পরিবারের আর্থিক স্বচ্ছতা আনতে ১৯৮৫ সালে ১০ শ্রেণীতে পড়া অবস্থায় মাছ চাষের উদ্যোগ নেন পূর্ব হাজীপুরের মাছউদুল হক চৌধুরী। প্রথম বারই তিনি সফল হন। এর পর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। নিজেদের পুকুরে মাছ চাষের পাশাপাশি এলাকার মানুষের কাছ থেকে পুকুর ও বর্ষায় প্লাবিত ধানী জমি ইজারা নিয়ে চট্টগ্রামের হালদার রেনু চাষ শুরু করেন। মাছ চাষ ও রেনু উৎপাদনের পরিধি বাড়তে ২০০০ সালে তিনি আল-বারাকা মৎস্য খামার নামে বাণিজ্যিক ভাবে বিভিন্ন প্রজাতির মাছ, চিংড়ী, সায়েন্টিফিক তেলাপিয়ার রেনু উৎপাদন ও প্রজননে হ্যাচারি স্থাপন করেন। মাছ চাষ, উন্নত মানের রেনু উৎপাদন ও বিপণনের জন্য মাছউদুল হক চৌধুরী বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারও অর্জন করেন। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি গ্রহণ করেন। বর্তমানে মাছউদুল হকের উৎপাদিত উন্নতমানের বিভিন্ন জাতের পোনা সংগ্রহ করতে দুর-দূরান্ত থেকে অনেক মাছ চাষি এখানে আসেন। আমানতপুর থেকে আসা মাছ চাষি আবু হানিফ জানান, আল বারাক মৎস্য হ্যাচারির পোনা উন্নত মানের তাই এখান থেকে আমরা নিয়মিত মাছে পোনা সংগ্রহ করে থাকি। মাছ চাষ, রেনু উৎপাদন ও বিপণন করে মাছউদুল হক চৌধুরী নিজে স্বাবলম্বী হয়েছেন। তার খামারে এলাকার দুই শতাধিক বেকার মানুষ কর্ম করে জীবিকা নির্বাহ করছে। সফল উদ্যোক্তা মৎস্য চাষি মাছউদুল হক চৌধুরী শাহেদ জানান, এলাকার বেকারত্ব দুর ও আরো কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমি এবার একটি মৎস্য খাদ্য উৎপাদন কারখানা স্থাপন করতে চাই। এটি স্থাপন করতে পারলে ৫ শতাধিক মানুষের কর্মসংস্থান ও বেকারত্ব দুর হবে। এ জন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেন। বেগমগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী জানা, সফল মৎস্য চাষি মাছউদুল হক চৌধুরী শাহেদের ইচ্ছা পূরণে আমাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে। আমরা উনাকে অতীতে যেমন সহযোগিতা করেছি, বর্তমানেও করছি ভবিষ্যতেও তার পাশে থাকবো। বেকারত্ব দুর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্য খাদ্য উৎপাদন কারখানা স্থাপনে সফল মৎস্য চাষি মাছউদুল হক চৌধুরী শাহেদের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার।

[wps_visitor_counter]