সুবর্ণচরে কৃষকের মাঝে রবি প্রণোদনা বিতরণ

প্রকাশিত : নভেম্বর ১৪, ২০২২ , ৬:৫৪ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সুবর্ণচরে রবি ২০২২-২৩ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ ও খেসারী ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ই নবেম্বর) দুপুরে সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক হলরুমে এ কর্মসূচির উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন আর রশীদ। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউসার আহমেদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম প্রমুখ। এসময় ২হাজার কৃষকের মাঝে সরিষা, ১২শত কৃষকের মাঝে সূর্যমুখী, ৫শত কৃষকের মাঝে খেসারী, ৩শত কৃষকের মাঝে চিনাবাদাম, ৫শত কৃষকের মাঝে সয়াবিন, ৫০জন কৃষকের মাঝে মসুর, ১শত কৃষকের মাঝে গম, ১শত কৃষকের মাঝে ভুট্টা ও ১হাজার কৃষকের মাঝে মুগডালের বীজসহ জনপ্রতি ১০কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ উদ্বোধন করেন অতিথিরা।

[wps_visitor_counter]