এম জুবেদ আলীর মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২২ , ১১:৪৫ অপরাহ্ণ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ফাইল ছবি।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নেত্রকোণা-৩ আসনের ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট এম জুবেদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।শনিবার এক শোকবার্তায় মন্ত্রী জানান, রাজনীতিবিদ কিংবা মুক্তিযুদ্ধের সংগঠকই ছিলেন না, তিনি ছিলেন অনন্য গুণে গুণান্বিত একজন মানুষ। মন্ত্রী মরহুম জুবেদ আলীর রাজনৈতিক জীবন তুলে ধরে বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সময় পর্যন্ত নেত্রকোণা মহকুমা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেন। মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

[wps_visitor_counter]