বিরামপুরকে সিসি ক্যামেরার আওতায় নিতে কমিটি গঠন

প্রকাশিত : মে ২৫, ২০২২ , ৫:৫২ অপরাহ্ণ

মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার সীমান্তবর্তী ও বাণিজ্যিকভাবে অগ্রগামী বিরামপুর উপজেলায় সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রোধে শহর জুড়ে সিসি ক্যামেরার আওতায় আনার লক্ষ্যে ব্যবসায়ী ও প্রশাসনের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ মে দুপুরে বিরামপুর পৌরসভা হল রুমে পৌর মেয়র আক্কাস আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর শহরের ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রোধে শহরজুড়ে সিসি ক্যামেরা আওতায় নেওয়ার লক্ষে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, উপাধ্যক্ষ মেজবাউল হক, প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, ব্যবসায়ী সমিতির সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক মহাসীন আলী রাজু, রড-সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাজু হোসেন, পরিবহন ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ঈদুল আযজার মধ্যে বিরামপুর শহর জুড়ে আঞ্চলিক সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় আবাসিক এলাকা স্কুল কলেজ ব্যাংক বীমা মার্কেট গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এ ব্যাপারে পৌর প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল আহ্বায়ক করে ১৫ সদস্য একটি কমিটি গঠন করা হয়েছে।

[wps_visitor_counter]