ঢাকা ও নিউ জলপাইগুড়ির মধ্যে নতুন ট্রেন চালু

প্রকাশিত : জুন ২, ২০২২ , ১২:৪৪ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ ও ভারতের রেলপথ মন্ত্রীগণ বুধবার ঢাকা এবং নিউ জলপাইগুড়ির মধ্যে ‘মিতালী এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্তঃদেশীয় ট্রেন চলাচল উদ্বোধন করেছেন। ভারত সফররত রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন উদ্বোধন অনুষ্ঠানে বলেন, আজকের দিনটি উভয় দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। এর আগে দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক উভয় দেশের পারস্পরিক সংশ্লিষ্ট প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়। রেলপথমন্ত্রী ভারতের রেলমন্ত্রীকে জানান দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এক অনন্য মাত্রায় পৌঁছেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির গতিশীল নেতৃত্বে। বৈঠকে তিনি ভারতের রেলপথ মন্ত্রীকে লাইন অভ্ ক্রেডিট (এলওসি) এর বিল প্রদান সহজীকরণ, বাংলাদেশ রেলওয়েতে পণ্য ও যাত্রীবাহী ট্রেনের সুবিধার জন্য ২০টি লোকোমোটিভ সরবরাহের অনুরোধ জানান। এছাড়া মিতালী এক্সপ্রেস সপ্তাহে দুই দিনের পরিবর্তে পাঁচদিন চালানোর অনুরোধ করেন। দেশের কোচ, ইঞ্জিন চালানোর ক্ষেত্রে কম্পিউটারভিত্তিক ভারতীয় সেন্টার অভ্ রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (সিআরআইএস) এর সহায়তা তিনি চেয়েছেন। ভারতের রেলপথ মন্ত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। উভয় দেশের স্বার্থে এ বিষয়গুলো দ্রুত করার বিষয়ে দুই মন্ত্রী সম্মতি প্রকাশ করেন।
রেলপথ মন্ত্রী এ সময় ভারতের রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং ভারতের রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সাথে বৈঠক করেন। ভারতের কোম্পানি রাইটস কর্পোরেশন অভ্ ইন্ডিয়া (কনকর), সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম এবং ভারতের রেলওয়ের ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশন অফিস পরিদর্শন করেন। দিল্লির বাইরে মন্ত্রী ভারতের রেলের ট্রাফিক ব্যবস্থাপনা, আধুনিক কোচ তৈরির কারখানা ও বানারস লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেন। বাংলাদেশে ফেরার আগে মন্ত্রী চেন্নাইয়ের সমন্বিত কোচ কারখানা পরিদর্শন করবেন।

[wps_visitor_counter]