পঞ্চগড়ে দেড় লাশ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশিত : জুন ৬, ২০২২ , ৬:৩৭ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:আগামী ১২ জুন মঙ্গলবার থেকে ১৫ জুন পর্যন্ত পঞ্চগড়ের পাঁচ উপজেলা ও একটি পৌরসভায় এবার এক লাখ ৫৫ হাজার এক জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার (৬ জুন) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক অবহিত করণ সভায় এসব তথ্য জানান পঞ্চগড় সিভিল সার্জন ডা. রফিকুল হাসান। মোট এক হাজার ৭৭ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৭৫০ জনকে ‘নীল রঙের’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৭ হাজার ২৫১ জনকে ‘লাল রঙের’ এই ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনে এক লাখ ৫৫ হাজার এক জন শিশুর মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৪ হাজার ২০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ৩০ হাজার ৫০০ জনকে, আটোয়ারী উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশু এক হাজার ৮০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ১৬ হাজার ৪২২ জনকে, বোদা উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৪ হাজার ২৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ৩৩ হাজার ৪৭৫ জনকে, দেবীগঞ্জ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৪ হাজার ৩০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ৩২ হাজার ৫০০ জনকে, তেঁতুলিয়া উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ২ হাজার ৩৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ১৮ হাজার ৫০০ জনকে এবং পঞ্চগড় পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৮৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ৫ হাজার ৮৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন ডা. রফিকুল হাসান জানান, ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়া শিশু এবং মারাত্মক অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে না। তবে অন্য শিশুদের এই ক্যাপসুল খাওয়া নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সকল শিশুকে অবশ্যই ভরা পেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য যথাসময়ে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসতে হবে।

[wps_visitor_counter]