কর্মবিরতির পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক

প্রকাশিত : জুন ৮, ২০২২ , ৪:০৮ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সিএন্ড এফ এজেন্টদের মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্ট লাইসেসিং বিধিমালা এবং পণ্য চালান শুল্কায়নে এইচ এস কোড এবং সিপিসি নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আইন বাতিলের দাবিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ড এফ এজেন্টদের একদিন কর্মবিরতিতে সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় বন্দরে কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বুধবার (৮ জুন) সকাল থেকেই বন্দরের আমদানি- রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে বলে বাংলাবান্ধা বন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই- খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৭ জুন) দুপুরে সারাদেশে ফেডারেশন অফ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট এ্যাসোসিয়েশনের ডাকে সারা বাংলাদেশের কর্মসূচীর আওতায় কর্মসূচী পালন করে সিএন্ডএফ এজেন্টরা। কর্মসূচীতে এসময় সিএন্ড এফ এজেন্টরা মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্ট লাইসেসিং বিধিমালা এবং পণ্য চালান শুল্কায়নে এইচ এস কোড এবং সিপিসি নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আইন বাতিলের দাবিতে ব্যানার নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস অফিসের সামনে দাঁড়ান।

[wps_visitor_counter]