চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক সরঞ্জামের গোডাউনে আগুন

প্রকাশিত : জুন ৯, ২০২২ , ২:৫৯ অপরাহ্ণ

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গায় পৌর এলাকার ফেরিঘাট রোডের তিনতলা ভবনের নীচতলার একটি বৈদ্যুতিক সরঞ্জাম গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনটির মালিক মাহফুজ বলেন, আমার বাড়ির নিচতলা গোডাউন হিসেবে ভাড়া দেয়া আছে। সেখানে এলইডি বাল্ব, বৈদ্যুতিক পাখা ও বৈদ্যুতিক তার রাখা হতো। স্থানীয়রা আগুনের ফুলকি দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগুনের ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করলে ফায়ার সার্ভিসের আরও একটি দল এসে যুক্ত হয়। তিনি আরও বলেন, স্থানীয়রা গোডাউনে আগুন লাগার সাথে সাথে ওই ভবনে বসবাসকারীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেন। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে গোডাউনের শাটার ভেঙে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৪টি দল। গোডাউনের প্রবেশ পথ ও জায়গা সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। এ ছাড়া গোডাউনে ইলেকট্রিক জিনিসপত্র থাকার কারণে দ্রুতই আগুনের ব্যাপকতা ছড়ায়। টানা ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়। আমরা প্রাথমিক ধারণা করছি, ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে।

[wps_visitor_counter]