ফজলি আমের জি আই সত্ত্ব প্রাপ্তিতে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক ও সুশীল সমাজের মতবিনিময়

প্রকাশিত : জুন ১১, ২০২২ , ৪:৫৩ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ফজলি আম জি.আই সত্ত্ব প্রাপ্তিতে সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার সকালে জেলা শহরের টাউন ক্লাব হল রুমে এই মতবিনিময় সভা হয়। কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় বক্তব্য রাখেন কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনজের আলম মানিক, সাংবাদিক সিনিয়র সামসুল হক টুকু, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক সমকাল ও একাত্তর টিভি’র প্রতিনিধি এ কে এস রোকন, জিটিভির প্রতিনিধি মোঃআশরাফুল ইসলাম, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবীবসহ অন্যরা। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া-কর্মী, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, জেলার আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে, ম্যাংগো রিসার্চ ইনস্টিটিউট তৈরি, আম রপ্তানি পরীক্ষাগার নির্মাণসহ আমের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও জেলার রেশম, লাক্ষা, কাঁসা-পিতল ও গম্ভীরা নিয়ে জেলার স্বীকৃতি বিষয়ে আলোচনা ও করনীয় বিষয়ে আলোচনা হয় সভায়।

[wps_visitor_counter]