চুয়াডাঙ্গার সেই বৃদ্ধা মাঙ্কিপক্সে নয় চর্ম রোগে আক্রান্ত : মেডিকেল বোর্ড

প্রকাশিত : জুন ১১, ২০২২ , ৫:৪১ অপরাহ্ণ

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চুয়াডাঙ্গায় শরীরে বড় বড় ফোসকা, সর্দি-জ্বর ও ব্যথা নিয়ে সদর হাসপাতালের আইসোলেশনে থাকা নূরজাহান খাতুনের (৬০) শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ পায়নি মেডিকেল বোর্ড। তাদের মতে এটি ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়াজনিত এক ধরনের চর্ম রোগ। বৃদ্ধার শরীরের নমুনা সংগ্রহ করে চর্মরোগ বিশেষজ্ঞের মতামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার দুপুরে ওই বৃদ্ধাকে সদর হাসপাতালের আইসোলেশন কক্ষ থেকে মহিলা মেডিসিন ওয়ার্ডে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আতাউর রহমান মুন্সি। তিনি জানান, শুক্রবার সকালে ওই বৃদ্ধাকে সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রাম থেকে এনে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার একটি কক্ষে পর্যবেক্ষণে রাখা হয়। মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আবুল হোসেনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অপর দু’জন সদস্য হচ্ছেন সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ ওয়ালিউর রহমান নয়ন ও মেডিকেল অফিসার ডাঃ সোহরাব হোসেন। তিনি আরও বলেন, মেডিকেল বোর্ডের মতে রোগীর শরীরে কোন মাঙ্কিপক্স বা চিকেন পক্সের লক্ষণ নেই। রোগীকে এখানেই চিকিৎসা দেয়া হচ্ছে। তার শরীরের নমুনা সংগ্রহ করে চর্মরোগ বিশেষজ্ঞের মতামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার নুরজাহান খাতুন শরীরে বড় বড় ফোসকা, সর্দি-জ্বর ও ব্যথা নিয়ে সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। বহির্বিভাগের ডাঃ ওয়াহিদ মাহমুদ রবিন তাকে মাঙ্কিপক্সের উপসর্গ সন্দেহে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে হোম আইসোলেশনে পাঠান। শুক্রবার সকালে তাকে আবার সদর হাসপাতালে নিয়ে আসে স্বাস্থ্য বিভাগ। বৃদ্ধা সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের মৃত নাসির উদ্দীনের স্ত্রী।

[wps_visitor_counter]