নোয়াখালীতে সড়ক সংস্কারে ঠিকাদারের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : জুন ১২, ২০২২ , ৩:২৮ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ-সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া সড়ক সংস্কারে ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, কাজে ধীরগতিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। জনদুর্ভোগ লাগবে দ্রুত রাস্তা সংস্কার, অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে নোয়াখালী-লক্ষীপুর সড়কের বাংলা বাজারে এ কর্মসূচী পালন করা হয়। পরে জেলা প্রশাসক, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে ম্মারক লিপি দেয়া হয়। বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানায়, প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে ২৬ কিলোমিটারের উক্ত সড়কটি সংস্কারের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পায় মেসার্স ইউনুস আল মামুন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২০ সালের ৪ ডিসেম্বর কাজ শুরু করার কথা থাকলেও ঠিকাদার এখনো ঠিকাদার সড়কটি সংস্কার না জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এমতাবস্থায় অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দ্রুত সড়কটি সংস্কারের দাবী জানিয়েছে এলাকাবাসী। এ সময় রাজগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিম, জিরতলী ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন লাভলু, জেলা পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন। এ বিষয়ে জানতে ঠিকাদার ইউনুস আল মামুনের মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি। সোনাইমুড়ী উপজেলা প্রকৌশলী এমদাদুল হক জানান, প্রকল্পটি এক টেন্ডারে এক ঠিকাদারই কাজ করছেন। তিনি ধীরগতিতে কাজ করার বিষয়টি সত্য। আমরা দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছি। নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

[wps_visitor_counter]