বগুড়ায় পৌনে ৫ লাখ শিশু পাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

প্রকাশিত : জুন ১৪, ২০২২ , ৭:০৬ অপরাহ্ণ

নজরুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বুধবার থেকে বগুড়ায় টানা চারদিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু হতে যাচ্ছে। চলতি বছর জেলায় ২ হাজার ৮০৬টি কেন্দ্রে পৌনে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে। এবারের প্রতিপাদ্য করা হয়েছে ‘ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়া জেলা সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম এসব বিষয় জানান। জেলা সিভিল সার্জন কার্যালয়ের কক্ষে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ডা. মোহাম্মদ শফিউল আজম জানান, বগুড়ায় ৪ লাখ ৮০ হাজার ৪৮৫ শিশুকে দু’ধরনের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ০৬ থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার ৬১৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২৩ হাজার ৮৬৮ শিশুকে খাওয়ানো হবে লাল রঙয়ের ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল। বগুড়ায় মোট কেন্দ্র করা হয়েছে ২ হাজার ৮০৬টি। প্রতি কেন্দ্রে দুইজন স্বেচ্ছাসেবীসহ মোট তিনজন করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক ও ডা. দিবাকর বসাক। এ ছাড়া জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাহারুল ইসলাম খান।

[wps_visitor_counter]