সেনবাগে রাতে ভোট দিল শতাধিক নারী ভোটার

প্রকাশিত : জুন ১৬, ২০২২ , ১২:০৪ পূর্বাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে নারী ভোটাররা রাতে ভোট দিয়েছে। বুধবার (১৫ জুন) রাত ৯টার দিকে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রে বেশ কিছু নারী ভোটারকে রাতে ভোট দিতে দেখা গেছে। সূত্রে জানা যায়, ওই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৩৯৬ জন। এর মধ্যে নারী ৬৮৪ ও পুরুষ ৭১২ জন। কেন্দ্রে পুরুষদের জন্য দুটি বুথ ছিল। নারীদের জন্য একটি বুথ থাকায় এমনটি ঘটেছে। এজন্য সংশ্লিষ্টরা নির্বাচন কর্মকর্তাকে দায়ী করেছেন তারা। কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক আবুল ফজল বলেন, সর্বশেষ রাত ৯টা ১০মিনিটে ভোট-গ্রহণ শেষ হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় ভোট-গ্রহণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, নির্বাচন কমিশন থেকে মহিলাদের জন্য মাত্র ১টা বুথ স্থাপন করায় তা আলাদা করা সম্ভব হয়নি। বিকাল ৪টার পরও প্রায় তিন শতাধিক নারী ভোটার লাইনে থাকায় তাদের সবার ভোট-গ্রহণ করতে রাত সোয়া ৯টা হয়ে যায়।

[wps_visitor_counter]