ফুলপুরে বন্যার পানিতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

প্রকাশিত : জুন ২৪, ২০২২ , ৩:৩৬ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ফুলপুরে বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় (আনুমানিক ৩০/৩৫ বছর বয়স হবে) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুন) দুপুর ১টার দিকে ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বাইরাখালী এলাকায় মালিঝি নদী থেকে ভাসমান ওই মরদেহটি উদ্ধার করা হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলে মালিঝি নদীর পানি উপচে কয়েকটি এলাকায় বন্যার সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে বাইরাখালী এলাকায় পানিতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।’ তিনি আরও বলেন,‘প্রায় দুই সপ্তাহ আগে নালিতাবাড়ীর ভোগাই নদীতে ঢলের কারণে নৌকা ডুবে একজন নিখোঁজ হয়েছিলেন। এই লাশ সেই নিখোঁজ ব্যক্তির কি না তা শনাক্ত করতে নালিতাবাড়ী থেকে লোকজন এসেছেন এবং লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই লাশের পরিচয় জানা যায়নি। মৃতের বয়স আনুমানিক ৩০/৩৫ বছর হবে জানিয়ে ওসি বলেন, ‘ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানান যাবে।’

Our Visitor

0 0 0 1 2 5
Total views : 281