বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত : জুলাই ৩, ২০২২ , ৭:১৯ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সরকারের বরাদ্দকৃত জেলা সদরের সোনাপুর থেকে সুবর্ণচর হয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাট পর্যন্ত বিআরটিসি বাস চালু হওয়ার মাত্র এক দিনের মাথায় বন্ধের প্রতিবাদে ও পুনরায় বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে সুবর্ণচর উপজেলার খাসেরহাট রাস্তার মাথায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এ সময় সুবর্ণচর নাগরিক কমিটি আহবায়ক আতিক উল্যাহ সুজন, বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপ-মহাপরিচালক বাহার উদ্দিন খেলনসহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সরকার কর্তৃক সোনাপুর থেকে সুবর্ণচর হয়ে হাতিয়ার চেয়ারম্যানঘাট পর্যন্ত বিআরটিসি বাস চালু করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান ।
পরে একটি বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক হয়ে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে উপজেলার চরজব্বার থানার মোড়ে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, গত ২৮শে জুন মঙ্গলবার সোনাপুর চেয়ারম্যানঘাট সড়কে ৪টি লোকাল দ্বিতল বিআরটিসি বাস চালু করে সরকার। পরের দিন সোনাপুর জিরো পয়েন্টে কিছু বেসরকারী পরিবহন শ্রমিক বাসগুলো চলাচলে বাধা দেয়, তারপরই বাসগুলো চলাচল বন্ধ হয়ে যায়। এতে সুবর্ণচর ও হাতিয়া উপজেলার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
রবিবার বিকালে এ ব্যাপারে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, শ্রমিক সংগঠন ও বিআরটিসি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সোমবারের মধ্যে সমস্যা নিরসন উদ্যোগ নেয়া হয়েছে। যে পর্যন্ত বসাইকে শান্ত থাকার আহবান জানান জেলা প্রশাসক।

 

[wps_visitor_counter]