নির্মাণ কাজ শেষের আগেই ভেঙ্গে পড়লো ব্রিজের একাংশ

প্রকাশিত : জুলাই ৫, ২০২২ , ৭:২১ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বজরা-সেনবাগ সংযোগ সড়কের ঘোষ কামতায় নব নির্মিত ব্রিজটি নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই একাংশ ভেঙ্গে পড়েছে । এ নিয়ে এলাকায় ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে সরেজমিন গেলে এলাকাবাসী জানায়, বজরা-সেনবাগ সংযোগ সড়কের জন্য এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। ব্রিজটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এক পর্যায়ে রোববার ব্রিজটির একটি অংশ ভেঙ্গে পড়ে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান এবি কন্সট্রাকশন দুর্নীতি ও সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগের কর্তাব্যক্তিদের গাফিলতিকেই এ জন্য দায়ী করছেন স্থানীয়রা। এ বিষয়ে কথা বলতে ঘটনাস্থলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলাম জানান, ওই সড়কের কাজ মাত্র শুরু হয়েছে, ব্রিজটি সড়ক উন্নয়ন কাজের অংশ। কাজটি আমরা এখনো বুঝে নেইনি। ব্রিজের একাংশ ভেঙ্গে পড়লেও তা পুনরায় মেরামত করা ছাড়াতো ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে। তাছাড়া তারা কাজ ঠিক মতো না করলে বিল পাবেনা। আপনারা এ বিষয়টি তদারকি করেছেন কিনা, বা ঘটনাস্থলে গিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই গিয়েছি, আপনাকে বলে তো আর আমাদের যাওয়ার সুযোগ নাই। ব্রিজের যে অংশ ভেঙ্গেছে তা ব্রিজের সাথে সংশ্লিষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

[wps_visitor_counter]