ভোলাহাটে ৯৮৫৪ পরিবার পেলেন ঈদ উপহার

প্রকাশিত : জুলাই ৬, ২০২২ , ৮:১৯ অপরাহ্ণ

গোহালবাড়ি ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করেন চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ সাথে ট্যাগ অফিসার ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক মোঃ মাহমুদুর রহমান বনিসহ অন্যরা।

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নের হত-দরিদ্র, অসহায়-দুস্থ ৯ হাজার ৮৫৪ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ৫ ও ৬ জুলাই ৪ ইউনিয়নে দুদিন ব্যাপী চাল বিতরণ করা হয়। ৬ জুলাই সকাল ৮ টার দিকে গোহালবাড়ি ও জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মোঃ ইয়াসিন আলী শাহ, মোঃ আফাজউদ্দিন পানু মিয়াসহ ইউনিয়ন পরিষদ সদস্যরা উপস্থিত থেকে চাল বিতরণ করেন। গোহালবাড়ি ইউনিয়নে দেয়া হয় ২হাজার ৬৩৫টি ও জামবাড়িয়া ইউনিয়নে ১ হাজার ৬৯৪টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ৫ জুলাই সকাল ৮ টার দিক হতে ভোলাহাট সদর ও দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মোঃ

গোহালবাড়ি ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করেন চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ সাথে ট্যাগ অফিসার ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক মোঃ মাহমুদুর রহমান বনিসহ অন্যরা।

পিয়ার জাহান, মোঃ মোজাম্মেল হক চুটুসহ ইউনিয়ন পরিষদ সদস্যরা উপস্থিত থেকে চাল বিতরণ করেন। সদর ইউনিয়নে ২ হাজার ৭১৫টি, দলদলী ইউনিয়নে ২ হাজার ৬৩৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে চাল বিতরণ পরিদর্শন করেন।

[wps_visitor_counter]