ঈদুল আযহা উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

প্রকাশিত : জুলাই ৭, ২০২২ , ৬:০৯ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় আসন্ন ঈদুল আযহা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনে সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম , ইউপি চেয়ারম্যান গন,বীর মুক্তিযোদ্ধা, উপজেলার কর্মকর্তারাসহ শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রমুখ। উপজেলায় স্বাস্থ্য বিধি মেনে আসন্ন পবিত্র ঈদুল আযহা উদ্যাপন ও পশু কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ ও উপজেলায় ঈদ জামাতের বিষয়ে আলোচনা করা হয়। ঈদের নামাজ ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মাস্ক ব্যবহার নিশ্চিত করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিজস্ব জায়নামাজ সঙ্গে নেওয়ার কথাও আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, যারা এতিম বা যারা চামড়ার হকদার তারা যেন বঞ্চিত না হয় সেজন্য চামড়ার যত্ন নিতে হবে। তিনি আরও বলেন, পরিবেশ যেন দূষিত না হয় সে জন্য রাস্তার ওপর কোরবানির পশু জবাই করা যাবে না এবং বর্জ্য দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলতে হবে।

[wps_visitor_counter]