প্রধানমন্ত্রীর অনুদান পেলো একই সড়ক দুর্ঘটনায় নিহত আট শ্রমিকের পরিবার

প্রকাশিত : জুলাই ৯, ২০২২ , ৭:১৩ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে একই সড়ক দুর্ঘটনায় নিহত আট শ্রমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদানের ৪০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী হাফিজিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শিমুল আহমেদ শিমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকগুলো বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা, নিজাম উদ্দীন রানাসহ অন্যান্যরা। ২০২০ সালের ১৯ নভেম্বর ধান কেটে বাড়ি ফেরার সময় ভুটভুটি উল্টে মারা যান বালিয়াদিঘী এলাকার আট শ্রমিক। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে মানবেতর জীবন-যাপন করছিলো পরিবারগুলো। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন স্থানীয় সংসদ সদস্য ডা. শামিল উদ্দীন আহমেদ শিমুল। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৮ পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার অনুদান দেয়া হয়।

[wps_visitor_counter]