সেনবাগে ট্রাক্টর উল্টে চালক নিহত

প্রকাশিত : জুলাই ১৯, ২০২২ , ৪:৪৩ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সেনবাগে ট্রাক্টর উল্টে মোঃ শাহাদাত হোসেন (১৮) নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহাদাত হোসেন উপজেলার ২ নং কেশারপাড় গ্রামের বকসী মিয়ার বাড়ীর মোঃ মহসিনের ছেলে। সেনবাগের সীমান্তবর্তী কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউপির বোড়রা গ্রামের মাস্টার রমণী কুমার মজুমদারের বাড়ী পাশের জমিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মহসিনের ছেলে শাহাদাত প্রতিদিনের মতো হালচাষ করার জন্য পাওয়ার টিলার ( হ্যান্ড-ট্রাক্টর) দিয়ে জমিন চাষ দিয়ে ট্রাক্টরটি নিয়ে ওঠার সময় হঠাৎ ট্রাক্টরটি উল্টে যায়। এসময় শাহাদাত ট্রাক্টরটির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পিতা মোঃ মহসীন জানান শাহাদাত সোমবার সকাল ৭টার সময় প্রতিদিনের মতো ট্রাক্টরটি নিয়ে বাড়ী থেকে বের হয়, দুপুরে তার মৃত্যুর খবরটি বাড়িতে আসে। এখন তার পরিবারে চলছে শোকের মাতম। সেনবাগ উপজেলার ২ নং কেশারপাড় ইউপি’র চেয়ারম্যান মোঃ আবদুল হক সুমন সোমবার রাতে জানান লাশ নাঙ্গলকোট থানায় রয়েছে। দাফনের অনুমতির প্রক্রিয়া চলছে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[wps_visitor_counter]