নোয়াখালীতে মুজিব বর্ষের ঘর পাচ্ছে আরো ৬৪৬ ভূমিহীন পরিবার

প্রকাশিত : জুলাই ১৯, ২০২২ , ৫:০৭ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:মুজিব বর্ষ উপলক্ষে নোয়াখালীতে জমিসহ ঘর পাচ্ছে আরো ৬৪৬টি ভূমিহীন পরিবার। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন জমি ক্রয় করে হলেও ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করছি।
তিনি বলেন, আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়েই তৃতীয় পর্যায়ে নোয়াখালীর ৮টি উপজেলায় ৬৪৬টি ঘর ভূমিহীন পরিবারের মাঝে দলিলসহ বুঝিয়ে দেয়া হবে। এ নিয়ে বিভিন্ন ধাপে নোয়াখালীতে ২২৯৯টি ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করা হয়।