জগন্নাথপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বেহাল অবস্থা

প্রকাশিত : জুলাই ১৯, ২০২২ , ৬:৪৪ অপরাহ্ণ

ডাঃ নয়ন রায়, জগন্নাথপুর প্রতিনিধি, সুনামগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারটির বেহাল অবস্থা, দেখার যেন কেউ নেই। শহীদ মিনারের এককোণে তহসিল অফিস, পেছনে সরকারি পুকুর, সাথে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। যে কারণে শহীদ মিনারটির আঙ্গিনা স্বল্প-পরিসরে থাকায় বিভিন্ন জাতীয় দিবসগুলোতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন সমাজসেবা মূলক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করতে আসেন এ শহীদ মিনারে। শহীদ মিনারটির আঙ্গিনা স্বল্পতার কারণে শ্রদ্ধা নিবেদন করতে আসা লোকজনদেরকে জায়গার সংকুলান না হওয়ায় গাদা-গাদি করে অপেক্ষমাণ থেকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে হচ্ছে। এমতাবস্থায়, স্থানীয় সুশীল সমাজ মনে করেন শহীদ মিনারের পেছনের সরকারি পুকুরটি মাটি ভরাট করে শহীদ মিনারে আঙ্গিনা বড় করাসহ স্থান সংকুলান করা যেতে পারে। এতে করে শহীদ মিনারের সোন্দর্যবর্ধনসহ জায়গার সংকুলান হবে। জগন্নাথপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ বলেন, এ কাজটুকু করা হলে খুবই ভালো হবে, সুন্দর হবে শহীদ মিনার প্রাঙ্গণ। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস বলেন শহীদ মিনারের পেছনের পুকুরটি ডিসি খতিয়ানের কি না তা জেনে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম বলেন, শহীদ মিনারের পেছনের পুকুরটি প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে রেকর্ড হওয়ায় এ নিয়ে আলোচনা চলছে। সমাধান হলে ব্যবস্থা নেয়া হবে।

[wps_visitor_counter]