ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা হচ্ছে ময়মনসিংহের ৪ উপজেলা

প্রকাশিত : জুলাই ২১, ২০২২ , ২:০৩ পূর্বাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো ও নান্দাইল প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় ২১ জুলাই (বৃহস্পতিবার) ময়মনসিংহ জেলায় ৩য় পর্যায়ে (২য় ধাপে) ২৮৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ওই দিন ময়মনসিংহ জেলার ২৮৭টি পরিবারের মাঝে বিনামূল্যে ঘর ও ঘরের জমির কবুলিয়তসহ তা হস্তান্তর করা হবে। সেইসাথে প্রধানমন্ত্রী ময়মনসিংহের নান্দাইল, ফুলপুর, ফুলবাড়িয়া ও ভালুকা এই ৪ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নান্দাইল উপজেলার চর ভেলামারী আশ্রয়ণ প্রকল্প এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত থাকবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এরই মধ্যে অনুষ্ঠান সফল করার জন্য জেলা ও স্থানীয় উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়-কালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এসব তথ্য জানান। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। মতবিনিময়-কালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমান, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ও আরডিসি মোঃ তরিকুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসক আরো জানান, ঐদিন ময়মনসিংহ জেলার ফুলপুর, ফুলবাড়িয়া, নান্দাইল ও ভালুকা এই ৪টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, এসব উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হলেও কোনো ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া গেলে ঘর দেয়া হবে। আরডিসি মোঃ তরিকুল ইসলাম জানান, ২১ জুলাই বৃহস্পতিবার জেলায় হস্তান্তরের জন্য প্রস্তুতকৃত ২৮৭টি ঘরের মধ্যে রয়েছে ময়মনসিংহ সদর উপজেলায় ৫৫টি, মুক্তাগাছায় ৬৩টি, ফুলবাড়ীয়ায় ১৯টি, ত্রিশালে ৫টি, গফরগাঁওয়ে ১৫টি, নান্দাইলে ২১টি, ঈশ্বরগঞ্জে ৪০টি, গৌরীপুরে ৭টি, ফুলপুরে ১০টি, হালুয়াঘাটে ২৯টি এবং ধ্বোাউড়া উপজেলায় ২৩টি। অপরদিকে আমাদের নান্দাইল প্রতিনিধি জানান,আগামী ২১ জুলাই সকাল ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নান্দাইল উপজেলার চরভেলামারী আশ্রয়ণ প্রকল্পে ৩য় পর্যায়ে(২য় ধাপ)২১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমি বন্দোবস্ত,কবুলিয়ত ও রেজিস্ট্রেশন,জমিসহ সেমিপাকা গৃহ প্রদানের সনদ এবং ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ও নান্দাইল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন-মুক্ত উপজেলা হিসেবে ঘোষণার ব্যাপারে এ উদ্বোধনকে ঘিরে প্রয়োজনীয় সকল প্রস্তুতি প্রহত করা হয়েছে। এ ব্যাপারে ময়মনসিংহের জেলা প্রশাসক মহোদয় সরেজমিন পরিদর্শন, সার্বক্ষণিক খোঁজখবর এবং তদারকি করছেন বলে জানান নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর ।
তিনি আরো জানান, এই প্রকল্পের আওতায় নান্দাইলে ১ম পর্যায়ে ৬২টি, ২য় পর্যায়ে ১০টি,এবং ৩য় পর্যায়ে (১ম ধাপ) ৪৪টি গৃহ নির্মাণের মাধ্যমে এই পর্যন্ত ১১৬ টি “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।৩য় পর্যায়ে (২য় ধাপ) আরও ২১ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

[wps_visitor_counter]