১১৪৬টি ঘর পাচ্ছেন ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার

প্রকাশিত : জুলাই ২১, ২০২২ , ২:৩৬ পূর্বাহ্ণ

বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে মোট ২৬ হাজার ২২৯ ঘর উদ্বোধন করবেন। এ উপলক্ষে জেলা প্রশাসন এই প্রেস ব্রিফিং এর আয়োজন করেন। প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও জেলার ১১৪৬টি ঘর উদ্বোধন করবেন। তাছাড়া তিনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলাসহ দেশের মোট ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন-মুক্ত উপজেলা হিসাবেও ঘোষণা করবেন। তিনি আরো জানান, ঠাকুরগাঁও জেলায় প্রথম পর্যায়ে নির্মাণ-কৃত গৃহের সংখ্যা ছিল ২০০৬টি। দ্বিতীয় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত গৃহের সংখ্যা ২২৯৬টি। এর মধ্যে প্রথম ধাপে ১৪৬৬টি ঘর উদ্বোধন করা হয়েছে। বাকী ১১৪৬টি গৃহ উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে। প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সদর ইউএনও আবু তাহের মো. শামসুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাংবাদিক মো. আব্দুল লতিফ প্রমুখ।

[wps_visitor_counter]