নওগাঁর পত্নীতলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর 

প্রকাশিত : জুলাই ২১, ২০২২ , ৫:১১ অপরাহ্ণ

আলহাজ্ব মোঃ সামসুর রহমান চৌধুরী (বুলবুল চৌধুরী), নওগাঁ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সারা দেশে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ হস্তান্তরের উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুলতান আহমেদ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পিআইও আবু সোয়াইব খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক মনিবুর রহমান চৌধুরী, মিজানুর রহমান, পরেশ টুডু প্রমুখ।

 

[wps_visitor_counter]