শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : জুলাই ২১, ২০২২ , ৭:০০ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সারাদেশের ২ টি জেলা এবং ৫২ টি উপজেলাকে ভূমিহীন ঘোষণার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীন-মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন করে ঘর পেল আরো ১৩০টি ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার। এর মধ্যে সদর উপজেলায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ৪১টি, শিবগঞ্জ উপজেলায় ৭৬টি ও গোমস্তাপুর উপজেলায় ১৩টি পরিবার রয়েছে। বৃহস্পতিবার(২১ জুলাই) সকালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে এ উপহার এবং শিবগঞ্জ উপজেলা কে গৃহহীন ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন , মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো কারণে এ শ্রেণিতে কোনো অন্তর্ভুক্তি হলে পরবর্তীতে তা দ্রুততম সময়ে তাকে বা তাদেরকে পুনর্বাসন করা হবে। তিনি আরও জানান, আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৭৩৭টি , ২য় পর্যায়ে ৩০০, তয় পর্যায়ে প্রথম ধাপে ৭৫ এবং ৩য় পর্যায়ে (২য় ধাপে )৭৬ টি সহ মোট ১১শ ৮৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এ প্রকল্পের মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে উপকারভোগীদের মাঝে বাড়ির চাবি ও দলিল তুলে দেন জেলা প্রশাসক । এসময় শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, থানা ইনচার্জ চৌধুরী জোবায়ের হোসেন। প্রসঙ্গত: মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে এ জেলার পাঁচটি উপজেলায় ১ হাজার ৩১৯টি, ২য় পর্যায়ে এ জেলার পাঁচটি উপজেলায় ২ হাজার ৬১৯টি ও ৩য় পর্যায়ের প্রথম ধাপে এ জেলার পাঁচটি উপজেলায় ৫২১টি পরিবারের অনুকূলে গৃহগুলো হস্তান্তর করা হয়েছে। এ জেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৪ হাজার ৫৮৯টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবার অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবারের অনুকূলে বরাদ্দ দেয়া হয়।

[wps_visitor_counter]