বিরামপুরে বিদ্যুৎ সাশ্রয়ে মতবিনিময় সভা

প্রকাশিত : জুলাই ২৫, ২০২২ , ৫:৪৯ অপরাহ্ণ

মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুরে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে সরকারি নির্দেশনার আলোকে বিদ্যুৎ সাশ্রয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি পৌর মেয়র অধ্যাপক আককাস আলী, ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত,বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-গন, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ । মতবিনিময় সভায় বিদ্যুৎ সংকট মোকাবেলায় নিজ নিজ অবস্থান থেকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ীর হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য আহবান জানানো হয়। ক্রেতা সাধারনের ক্রয়ের ক্ষেত্রে সন্ধ্যা ৮টার আগেই প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করে ব্যবসায়ী নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা কামনা করে।

[wps_visitor_counter]