মমেক হাসপাতালে করোনায় একজনের মৃত্যু

প্রকাশিত : জুলাই ২৬, ২০২২ , ৭:১৪ অপরাহ্ণ

মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যু হওয়া ফিরোজা বেগম (৮২) নামের এক বৃদ্ধা ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন। তিনি জানান, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪১ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ১৩জন করোনা পজিটিভ। মমেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ জন। এদিকে সিভিল সার্জন ডাঃ মোঃ নজরল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

[wps_visitor_counter]