জাতীয় শোক দিবস-বঙ্গমাতা ও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা

প্রকাশিত : জুলাই ২৭, ২০২২ , ৬:৪১ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী ও ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, জেলা পরিষদের প্রশাসক আশরাফুল হক, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ সিকদার, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা আখতার সহ অন্যরা। সভায় দিবসগুলো যথাযথভাবে পালনের জন্য প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মসজিদ, মন্দিরসহ সকল উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসগুলো পালন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জাতীয় শোক দিবসটি যথাযথভাবে পালনের জন্য আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ বিশিষ্ট জনেরা অংশ নেয়।

[wps_visitor_counter]