নোয়াখালীতে প্রত্যাশা প্রকল্পের অ্যাডভোকেসি বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত

প্রকাশিত : জুলাই ২৮, ২০২২ , ৮:৩৩ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে ইউরোপ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের উপযোগী আর্থিক সেবা নিশ্চিত করণের লক্ষ্যে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে সেনসেটাইজেশন ও অ্যাডভোকেসি বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বেগমগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে প্রত্যাশা প্রকল্প আয়োজিত ডায়ালগে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম নাজু। এ সময় টিটিসি’র মাহতাব উদ্দিন পাটোয়ারী, আইওএম’র প্রতিনিধি আবদুল্যাহ আল মুহিদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু ছালেক, ব্র্যাক কোঅর্ডিনেটর নুরুজ্জামান, ইমাম উদ্দিন, আরএসসি ম্যানেজার এএম নুর উদ্দিনসহ অনেকে বিভিন্ন মতামত তুলে ধরেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ব্র্যাক এর অংশীদারিত্বে ‘ প্রত্যাশা’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রত্যাশা প্রকল্পের অধীনে ইউরোপ ফেরত অভিবাসীদের মনো-সামাজিক কাউন্সেলিং, প্রয়োজনীয় রেফারেল সার্ভিস প্রদান, অর্থনৈতিক পুনরেকত্রীকরন সহায়তা প্রদানসহ নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন উপজেলায় প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে অ্যাডভোকেসি ডায়াগনের আয়োজন করা হয়।

[wps_visitor_counter]