বিরামপুরে সমাজকর্ম এবং সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : জুলাই ২৮, ২০২২ , ৯:০০ অপরাহ্ণ

মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকর্ম দিবস-২০২২ ও সমাজকর্ম এবং সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালী প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে সমাজসেবা যথেষ্ট ভূমিকা রেখে যাচ্ছে। পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে এবং দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে সমাজসেবা দপ্তর। এছাড়া সমাজে বসবাসরত দরিদ্র, পীড়িত, অবহেলিত, দুস্থ, অসহায়দের আর্থ সামাজিক উন্নয়ন-কল্যাণ ও সেবা মূলক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। সমাজকর্ম এবং সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক বিভিন্ন দিক-নির্দেশনা মূলক চিত্র তুলে ধরে আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক-বৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]