কমলগঞ্জে স্কুল ব্যাগ ও স্প্রে মেশিন বিতরণ

প্রকাশিত : আগস্ট ৩, ২০২২ , ৫:০৪ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৫জন মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার, ইউপি সচিব সরওয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান মো: শফিকুর রহমান, ইউপি সদস্য আজিজুর রহমান, সুনীল মালাকার, জহুর মিয়া,আদর আলী, সোহেল আহমদ, সুমন আহমদ, সালাহ উদ্দিন আহমদ, বাছিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার জানান, মুন্সিবাজার ইউনিয়নে ২০২১-২২ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের আওতায় ইউনিয়নের বনবিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুপসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ করা হয়।

[wps_visitor_counter]