নানা কর্মসূচীর মধ্যদিয়ে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত : আগস্ট ১৫, ২০২২ , ৫:২৭ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় নোয়াখালীর চাটখিলে ও দুপুর ১২ টায় সোনাইমুড়ি উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তন ও সোনাইমুড়ি বীর শ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ইমরানুল হক ভুইয়া, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব সমির, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান। সোনাইমুড়ি উপজেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো ইসমাইল হোসাইন, উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু ছায়েম, উপজেলা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি লুবনা মরিয়ম সুবর্ণা। শোক দিবস উপলক্ষে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শোক র‍্যালী, বাদ জোহর বিভিন্ন মসজিদে মিলাদ, দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম চাটখিল-সোনাইমুড়ি উপজেলার ১৬ ইউনিয়ন ও ২টি পৌরসভায় কাঙালি ভোজ ও শোক দিবসের কর্মসূচির জন্য ছয় লক্ষাধিক টাকা প্রদান করেছেন।

[wps_visitor_counter]