নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জন নিহত

প্রকাশিত : আগস্ট ১৮, ২০২২ , ৮:২১ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সির হাট বাজার সংলগ্ন আজিজপুর তোবারক আলী মার্কেটের পার্শ্বে আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসার ভবনের জন্য মাটি পরীক্ষা করার সময় পিলার ভেঙ্গে বৈদ্যুতিক তারের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সবুজ(৩৫) ও নজরুল ইসলাম (৪৫) নেত্রকোনা জেলার পূর্বদৌলা উপজেলার বাগদা গ্রামের বাসিন্দা। আহত বাচ্ছু মিয়াকে(৩০) নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত বাচ্ছু মিয়ার ছেলে কাইছার জানান, সবুজ কন্সট্রাকশন সাথে চুক্তি মতে তারা মাদরাসার নতুন ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা করতে আসেন। নেত্রকোনা থেকে মালামাল ও শ্রমিক নিয়ে ঘটনাস্থলে এসে মাটি খননেন কাজ শুরু জন্য সিঁড়ি স্থাপন করার সময় অসাবধান বসত সিঁড়িটি ভেঙ্গে যায়। সিঁড়িটি বৈদ্যুতিক তারে ওপর পড়লে তাৎক্ষনিক বিদ্যুৎ পিষ্ট হয়ে সজুব ও নজরুল নিহত হয়। এ সময় আমার বাবা বাচ্চু মিয়াও গুরুত্বর আহত হয়। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করি। আহত বাচ্চু মিয়ার খোঁজখবর নেয়া হচ্ছে। তার সাথে কথা বলে ও কারো গাফিলতি থাকলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[wps_visitor_counter]