পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক

প্রকাশিত : আগস্ট ২৭, ২০২২ , ৭:৩৫ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নসহ ১৩ টি ইউনিয়ন পদ্মার ভাঙ্গনে পড়ছে। দীর্ঘ ৪ কি. মি এই ভাঙ্গন শুরু হয়েছে। এ এক প্রাকৃতিক বিপর্যয়ের সামিল। প্রমত্তা পদ্মার প্রবল স্রোতে ভাঙ্গছে পাড়, রক্তক্ষরণ হচ্ছে জেলা প্রশাসনের। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। শনিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ভাঙ্গন কবলিত মানুষের সাথে কথা বলেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শুনে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। ডিসি গালিভ খাঁন বন্যায় ক্ষতিগ্রস্তরা যেন নিরাপদে থাকতে পারেন তার ব্যবস্থা গ্রহণের কথা জানান। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার ওয়াদা দিয়ে তাদের আস্বস্ত করেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক প্রকৃতির এই নির্মমতা দেখে অত্যন্ত ব্যথিত হন। এই অঞ্চলের ৬০/৬৫ হাজার মানুষ, গবাদিপশু এবং অত্যন্ত উর্বর জমিকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (অ: দা:) মো. জুবায়ের হোসেন, পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান। আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মিঠুন মৈত্রসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সদস্যবৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন-কালে জেলা প্রশাসক গালিভ খাঁন ভাঙ্গন কবলিত পাঁকা-নারায়পুর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান কে সাথে নিয়ে তাদের ইতোমধ্যে নেয়া উদ্যোগ সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং পাঁড় বাঁধ রক্ষায় সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

[wps_visitor_counter]