শিক্ষামন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

প্রকাশিত : আগস্ট ৩০, ২০২২ , ৯:৫৩ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন এল ওয়াইজ (Gwyn Lweis) সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে সচিবালয়ে তাঁর দফতরে সাক্ষাৎ করেছেন। এই সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বক্কর ছিদ্দীক উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘ট্রাসফরমিং এডুকেশন’ শীর্ষক কনফারেন্সের বিষয়ে বিশদ আলোচনা হয়। তাছাড়া বাংলাদেশে ব্লেন্ডেড লার্নিং বিষয়ে গৃহীত বিভিন্ন উদ্যোগ, করোনাকালীন শিখন ঘাটতি পূরণে সরকারের গৃহীত উদ্যোগ প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

[wps_visitor_counter]