শিবগঞ্জে বজ্রপাত নিরোধক যন্ত্র পরিদর্শন

প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২২ , ২:৪৩ পূর্বাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপনের কাজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন-১) আমিনুল হক। বৃহস্পতিবার দিনব্যাপী তিনি উপজেলার সোনামসজিদ স্থলবন্দর, জালমাছমারী ও তর্তিপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় স্থাপিত বজ্রপাত নিরোধক যন্ত্র পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের গুণমানের সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এটি জাতীয় সম্পদ। টিকিয়ে রাখার দায়িত্ব আপনারদের। বজ্রপাতে ঘন ঘন প্রাণহানি ঠেকাতে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে জানিয়ে বজ্রপাত রোধে সচেতনতামূলক পরামর্শ দেন। পরে আশ্রয়ণ প্রকল্পের উপকার-ভোগীদের খোঁজ খবর নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি আরও বলেন, পর্যায়ক্রমে প্রতিটি গুরুত্বপূর্ণ ও জনসমাগম এলাকায় এ বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন করা হবে। একই সঙ্গে গোমস্তাপুর ও নারায়ণপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় স্থাপিত বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপনের কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলী হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও দুলর্ভপুর ইউপি সদস্য আকতারুল ইসলামসহ অন্যরা।

[wps_visitor_counter]