বিরামপুরে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত : সেপ্টেম্বর ১৩, ২০২২ , ৮:০০ অপরাহ্ণ

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা, পৌরসভা ও ৭টি ইউনিয়ন জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-গন, প্রেসক্লাব সভাপতি ও এনজিও সভাপতিকে নিয়ে গঠিত উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোস কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার পাপিয়া নাছরিনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, থানার ওসি সুমন কুমার মহন্ত, ইউএইচও ডা: শ্যামল কুমার রায়, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান-দ্বয় উম্মে কুলছুম বানু, মেজবাউল ইসলাম, ইউপি-চেয়ারম্যান যথাক্রমে রহমত আলী, আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির বাদশা, চিত্ত রঞ্জন পাহান, আ;রাজ্জাক মণ্ডল ও মালেক মণ্ডল, বিরামপুর পৌরসভার সচিব শেরাফুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, উপজেলা এনজিও ফোরামের সভাপতি এনামুল হক সহ উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোস কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় ঐক্যমত হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন পত্র নিতে পরিষদ সে সময় অন্যান্য কোন প্রকার টাস্ক দাবী করতে পারবে না। ইউনিয়ন পর্যায়ে প্রতিটি জন্ম সনদের বিপরীতে ৫০ টাকা এবং পৌর সভায় ১ শত টাকার বেশী নিতে পারবেন না। সভায় প্রতিটি অভিভাবকের নিকট অনুরোধ সহ অবহিত করা হয় শিশু জন্মের ৪৫ থেকে ৩৬৫ দিনের মধ্যে জন্ম-নিবন্ধন সনদ নেয়া বাধ্যবাধকতা রয়েছে, তাই বিষয়টিকে অবহেলা করা যাবে না। সভায় ট্যাস্ক সদস্যরা, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, উপজেলা এনজিও ফোরামের সভাপতি এনামুল হককে এ বিষয়টি স্ব-স্ব সংগঠনের সদস্যদের মাধ্যমে জনমত গঠনের অনুরোধ করেন।

[wps_visitor_counter]