শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ বিতরণ

প্রকাশিত : সেপ্টেম্বর ১৬, ২০২২ , ৭:০৪ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী পৌর এলাকার ডেলটা মেডিকেল সেন্টারের উদ্যোগে প্রতিষ্ঠানের চত্বরে এ চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেন শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান। এ সময় তিনি বলেন, আমার জন্মভূমি উপজেলার কোন শিশু ও নবজাতক প্রকৃতি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। সেই লক্ষে এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিরলস-ভাবে কাজ করে যাচ্ছি। যা অব্যাহত থাকবে। শুধু তাই নয়, যে সমস্ত অসহায়-দুস্থ পরিবার টাকার অভাবে চিকিৎসাসেবা-ঔষধ ও সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করাতে পারেনা, তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। কারণ চিকিৎসাসেবা পাওয়া একজন শিশুর জন্মগত অধিকার। এ অধিকার থেকে সে বঞ্চিত হতে পারে না। এ সময় উপস্থিত ছিলেন, ডেলটা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জায়েদুল ইসলাম জাহিদ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মজিদ, গাইনী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. আমেনা খাতুন এবং চিকিৎসকের সহকারী ডালিম কুমারসহ অন্যরা। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে প্রতি শুক্রবার ২৫ অসহায়-দুস্থ শিশু রোগীর বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছেন শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান।

[wps_visitor_counter]