নোয়াখালীতে বাড়ি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২২ , ৬:৪৩ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে ভুয়া কাগজপত্র তৈরি করে ইসলামী ব্যাংক থেকে ঋণ গ্রহণ, বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদে ও ভূমি-দস্যু আনোয়ার খান এবং সুরাইয়া আফরিনের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ নুরুল্লাহ জানান, তাঁর ভাই জোবায়ের ১৯৯৮ সালে লক্ষ্মীনারায়ণপুরে সাড়ে ছয় শতাংশ জমি ক্রয় চারতলা ভবন নির্মাণ করেন। কিন্তু ২০১৮ সালে পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে বাড়িটি নিলামে বিক্রির বিষয়টি জানতে পেরে তারা ইসলামি ব্যাংক মাইজদী শাখায় যোগাযোগ করলে ব্যাংক থেকে জানানো হয়, আনোয়ার খান ও সুরাইয়া আফরিন ওই বাড়ির কাগজপত্র দিয়ে ২ কোটি টাকা ঋণ নিয়েছেন। ওই ঋণের দায়ে ব্যাংক কর্তৃপক্ষ বাড়িটি দখলে নিতে গেলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। তবে অভিযোগের বিষয়ে আনোয়ার খান জানান, আমার কাছে সকল কাগজপত্র আছে, তাদের অভিযোগ সত্য নয়

[wps_visitor_counter]