৪৪ বছরে দৈনিক জাতীয় নিশান

প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২২ , ৬:৪৭ অপরাহ্ণ

নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ৪৪ বছরে পদার্পণ করলো বৃহত্তর নোয়াখালীর প্রথম দৈনিক ”দৈনিক জাতীয় নিশান“। ১৯৭৯ সালের এই দিনে নোয়াখালীর চৌমুহনী থেকে প্রথমে সাপ্তাহিক পত্রিকা হিসেবে জাতীয় নিশানের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে ১৯৯১ সালে দৈনিক পত্রিকা করা হয়। প্রথিতযশা ও গুনি সাংবাদিক বেগমগঞ্জ উপজেলার একলাশপুর নিবাসী মরহুম কাজী মো: রফিক উল্যাহ এই পত্রিকার প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন এ অঞ্চলের সাংবাদিকদের বটবৃক্ষ। নামে, মানে ও গুনে অনন্য দৈনিক জাতীয় নিশানকে তিনি অল্প দিনেই নিয়ে গিয়েছিলেন সফলতার উচ্চ শিখরে। যখন কেউ পত্রিকা প্রকাশের কথা কল্পনাও করেনি ঠিক তখনি পত্রিকা প্রকাশনায় হাত দেন কাজী মো: রফিক উল্যাহ। তাঁর প্রতিষ্ঠিত দৈনিক জাতীয় নিশান পত্রিকাটি ধীরে ধীরে এ অঞ্চলের মানুষের মুখপত্র হয়ে উঠে। দীর্ঘ ৪৩বছর পত্রিকাটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের গণ-মানুষের আস্তা অর্জন করতে সক্ষম হয়। পত্রিকাটির অগণিত পাঠক এখনো তাদের প্রিয় জাতীয় নিশানের জন্য অস্তিত্ব থাকেন। পত্রিকাটি পড়ার জন্য এখনো অনেক পাঠকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পাঠকের চাহিদার কথা চিন্তা করে জাতীয় নিশান কর্তৃপক্ষ প্রিন্টের পাশাপাশি অনলাইনেও পত্রিকাটি প্রকাশ করছে। এছাড়াও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান তালে দৈনিক জাতীয় নিশান সংযুক্ত হওয়ার বদ্ধপরিকর। পাঠকের ভালোবাসায় আরও এগিয়ে যাবে দৈনিক জাতীয় নিশান এই প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। সেই সাথে দৈনিক জাতীয় নিশানের প্রকাশক মরহুম কাজী মো: রফিক উল্যাহর কন্যা কাজী নাজমুন নাহার ও সম্পাদক ইয়াকুব নবী ইমন দৈনিক জাতীয় নিশানের সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

[wps_visitor_counter]