মৌলভীবাজারে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে নির্মিত ঘরের চাবি হস্তান্তর

প্রকাশিত : সেপ্টেম্বর ২২, ২০২২ , ৭:৩৪ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ঘডুয়া শ্রীরাইনগর এলাকায় তৃতীয় ধাপে ১৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার সদর পৌর ভূমি সহকারী কর্মকর্তা বিজয় কান্তি শীল বরাদ্দকৃত গৃহের উপকার ভোগী ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ- ক শ্রেণীর পুনর্বাসিতব্য পরিবারের মধ্যে দিন মজুর মোঃ মছন, তুরাব আলী ও সাদিয়া বেগম দম্পতি, আফিয়া বেগম, মোঃ আব্দুল করিম ও নিলুফা বেগম দম্পতি, রেহান উল্লাহ ও ছালেমা বেগম দম্পতি, মাহবুবুল মিয়া ও ফিরুজা বেগম দম্পতি, মোঃ নুনাই মিয়া ও লিলা বেগম দম্পতি, মোছা: শেফুল বেগম, মিজান, জিয়াউর রহমান ও নাসিমা বেগম দম্পতি, মোঃ আল আমিন ও রহিমা বেগম দম্পতি, কালা মিয়া ও সীমা বেগম দম্পতি, মোঃ ফারুক মিয়া ও সেলি বেগম দম্পতি, মোঃ ছালাম মিয়া ও সেজন বেগম দম্পতি, মোঃ ইয়াছিন গাজী ও ফাতেমা বেগম দম্পতি, সখিনা বেগম, মোঃ ফিরুজ ও জ্যোৎস্না খান দম্পতি, কবির মিয়া ও মোছা: ডলি বেগম দম্পতি, মোঃ ছলিম মিয়া ও রিমা বেগম দম্পতিদের হাতে চাবি হস্তান্তর করেন। এ সময় উপকার ভোগী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও লন্ডন প্রবাসী মোঃ সাবুল। জানা গেছে, প্রকল্পের আওতায় ভূমিহীন, গৃহহীন, হত-দরিদ্র ও উৎপাটিত পরিবারের স্বামী-স্ত্রীর যৌথ নামে জমি ও বাড়ির মালিকানা দেয়া হয়। প্রতিটি ইউনিটে দুইটি কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে, যার মূল্য ২৫৯,৫০০ টাকা কর ও ভ্যাট ছাড়াই। ট্যাক্স ও ভ্যাটসহ এর পরিমাণ ৩৩০,০০০ টাকা।

[wps_visitor_counter]