শিবগঞ্জে গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ

প্রকাশিত : সেপ্টেম্বর ২২, ২০২২ , ১০:২০ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউপির গ্রাম পুলিশের মাঝে নতুন পোশাক ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব পোশাক ও বিভিন্ন সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় তিনি বলেন, গ্রাম পুলিশ একদম তৃণমূল পর্যায়ে কাজ করে থাকে। তাদের দায়িত্ব গ্রামের কোথায় কি ঘটছে এবং সমাজে কোথায়-কিভাবে মাদক ক্রয়-বিক্রয়, সেবনকারীদের চিহ্নিতের পাশাপাশি তাদের নামের তালিকা প্রস্তুত করে প্রশাসনের কাছে পৌঁছে দেয়া। ফলে গ্রাম পুলিশ আরও কঠোর ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সমাজে কোন প্রকার মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করতে দেয়া যাবে না। যুব সমাজ রক্ষার্থে কঠোর ভূমিকা পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের নাজির আবদুর বারিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পোশাক সামগ্রীর মধ্যে রয়েছে- এক সেট শার্ট-প্যান্ট, বুট-জুতা, লাঠি ও ছাতা।

[wps_visitor_counter]