অগ্রণী বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২২ , ১:৪১ পূর্বাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ২য় তলায় অবস্থিত জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ( কনফারেন্স লাউঞ্জ) সাপ্তাহিক অগ্রণী বার্তা পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ “শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো : নিজামুল হক নাসিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ- পরিচালক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. শাহাদাৎ হোসেন নিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের প্রধান ডা: আজিজ আহমেদ খান, ডিআরইউ সমবায় সমিতির সভাপতি এস এম আবুল হোসেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী বার্তা পত্রিকার সম্পাদক আলী আশরাফ আখন্দ। অনুষ্ঠানে দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে অগ্রণী বার্তা পত্রিকার পক্ষ সম্মাননা প্রদান করা হয়। পদক প্রাপ্তরা হচ্ছেন চমকপ্রদ অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক শাহজালাল সর্দার শিমুল, নান্দনিকতায় বিশেষ অবদানের জন্য বিটিভির মুখ্য রূপকার মো: শহীদুল ইসলাম ভুইয়া, সংবাদ প্রচার ও প্রসারে বিশেষ অবদানে জন্য সংবাদ সংস্থা ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশনের প্রধান বার্তা সম্পাদক মো: আতিকুর রহমান, গীতিকার হিসেবে শহীদুল আলম তিতু, সমাজসেবায় চট্টগ্রামের সাতকানিয়ার মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম, নারী উদ্যোক্তা হিসেবে আমরা নারী আমরা উদ্যোক্তার চেয়ারম্যান রাহিমা আক্তার সুইটি, কণ্ঠ শিল্পী হিসেবে মেহেরুন আশরাফ, হামিদা আক্তার ঝিনুক, ঝর্না লোদী ও তৃতীয় লিঙ্গের এস, শ্রবন্তিকে পুরস্কৃত করা হয়। পরে বিশিষ্ট বাচিক শিল্পী জেসমীন বন্যা, শাহজাদী সুমনা ও জীবন খান আবৃত্তি পরিবেশন করেন।

[wps_visitor_counter]