সার্বজনীন পূজা কমিটির ৮০বছর পূর্তিতে চাঁপাইনবাবগঞ্জে মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২২ , ৮:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শুভ মহাশয়া ও সার্বজনীন দুর্গা পূজা কমিটির ৮০ বছর পূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মঙ্গল শোভাযাত্রা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সুরেন্দ্র-নাথ সিংহের ছোট ঠাকুর বাড়ী মন্দির চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রার শুরুতেই মঙ্গল প্রদীপ জ্বেলে এই দিনের কার্যক্রমের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যাম-কিশোর দাস গোস্বামী। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সার্বজনীন পূজার কমিটির সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ ব্রাহ্মণ সংসদের সদস্য সচিব শ্রী রানা প্রতাপ আচার্য। মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি বাবু অর্জুন দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিব সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সভাপতি সঞ্জন ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির-সাধারণ সম্পাদক সমিত চ্যাটার্জী, পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক অজিত দাস। এছাড়া উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ, বটতলাহাট জয়নগর শান্তি সংঘ, শাহনেয়ামতুল্লাহ কলেজের সনাতন শিক্ষার্থী পরিষদ ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ শেলা শাখার সদস্যরা অংশ নেয়। মঙ্গল শোভাযাত্রায় ঢাক, ঢোলসহ, বিভিন্ন সাজে হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেয়।

[wps_visitor_counter]