চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

প্রকাশিত : সেপ্টেম্বর ২৭, ২০২২ , ৯:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “পর্যটনে নতুন ভাবনা” শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পর্যটন দিবস-২০২২ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ ওঁরাও, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সামাদ প্রমুখ। বক্তারা বলেন, ১৯৮০ সাল থেকে পর্যটন কর্পোরেশন এই দিনকে বিশ্ব পর্যটন দিবস হিসেবে ঘোষণা করে। বর্তমান জন-বান্ধব সরকার দেশের বিভিন্ন স্থানে পর্যটনের বিকাশে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ঐতিহাসিক সোনামসজিদ, দারসবাড়ি মসজিদ, গোমস্তাপুর উপজেলার ষাট বুরুজ ও সদর উপজেলার বাবুডাইংসহ জেলার অন্যান্য ঐতিহাসিক স্থাপনা সমূহকে পর্যটনের আওতায় আনা হয়েছে। তারপরেও অন্যান্য দর্শনীয় স্থাপনা সমূহকে জেলার পর্যটনে অন্তর্ভুক্ত করে পর্যটনের নতুন ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আলোচকরা আশ্বাস প্রদান করেন। বিশ্ব পর্যটন দিবসের আলোচনায় জেলা কালচারাল অফিসার মো. ফয়সাল আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিসার মো. ওয়াহিদুজ্জামান জুয়েল, জেলা কৃষি এ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, সোনামসজিদ পর্যটনের ইউনিট ব্যবস্থাপক মো. হান্নান মিয়া, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলামসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]