রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে র‍্যালি

প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২২ , ৮:১৬ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফ তথা দুনিয়ায় শুভাগমনের পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসকে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে র‌্যালি করেছে সাইয়্যিদুল আইয়াদ শরীফ উদযাপন চাঁপাই নবাবগঞ্জ জেলা কমিটি ও জেলা আঞ্জুমানে আল বাইয়্যিনাত। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ঝিলিম রোড থেকে শুরু হয়ে র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ উপস্থিত ছিলেন সাইয়্যিদুল আইয়াদ শরীফ উদযাপন চাঁপাই নবাবগঞ্জ জেলা কমিটির সদস্যগণ ও মুহম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসা চাঁপাই নবাবগঞ্জ জেলার পাঁচটি শাখার ছাত্রগণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আজমেরী ট্রেডার্স এর পরিচালক জনাব মুহম্মদ তরিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মুহম্মদ পারভেজ কবির, মুহম্মদ আওকাত আলী, পরিচালক মুহম্মদিয়া জামিয়া শরীফ, আল্লামা মুহম্মদ মহসীন, খতীব মুন্সিগঞ্জ জামে মসজিদ, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আবু সায়েম, মুহম্মদ নুরুজ্জামান প্রমুখ। এ সময় বক্তারা বলেন মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জমিনে ও মানবজাতির মধ্যে বিলাদত শরীফ দান করেছেন; সেজন্যই উনার বিলাদত শরীফ উপলক্ষে ঈদ বা খুশি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। যা মখলুকাতের জন্য ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত। এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
يايها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما فى الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذالك فليفرحوا هو خير مما يجمعون
অর্থ: “হে মানবজাতি! অবশ্যই তোমাদের মধ্যে মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে এসেছেন মহান নছীহত-কারী, তোমাদের অন্তরের সকল ব্যাধিসমূহ দূরকারী, কুল-কায়িনাতের মহান হিদায়েত দানকারী ও ইমানদারদের জন্য মহান রহমতস্বরূপ (হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, তোমরা মহান আল্লাহ পাক উনার দয়া, ইহসান ও রহমত (হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পেয়ে) উনার জন্য ঈদ উদযাপন তথা খুশি প্রকাশ করো। (তোমরা যতো কিছুই করোনা কেনো) তিনিই হচ্ছেন সমগ্র কায়িনাতের জন্য সবচেয়ে বড় ও সর্বোত্তম নিয়ামত।” (পবিত্র সূরা ইউনুস : পবিত্র আয়াত শরীফ ৫৭-৫৮)

[wps_visitor_counter]